
সুনামগঞ্জ-সিলেট সড়কে পরিবহন শ্রমিকদের মালিকানাধীন বাস চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ ঐক্য পরিষদ।
গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের মল্লিকপুর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত মানববন্ধন থেকে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা।
মানববন্ধনে পরিবহন শ্রমিকরা জানান, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে পাঁচ মাস আগে একটি এসি বাস কেনা হয়। তবে, বাসটি সুনামগঞ্জ-সিলেট সড়কে চালাতে বাধা দিচ্ছে বাস মালিক সমিতি। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের কাছে অনুমতির দাবি জানানো হলেও কোনো সাড়া মেলেনি।
এ অবস্থায়, দাবি আদায়ের লক্ষ্যে জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের নেতৃত্বে ছয়টি পরিবহন সংগঠন আগামীকাল থেকে লাগাতার কর্মবিরতি পালন করবে।
মানববন্ধনে বক্তব্য দেন সুনামগঞ্জ পরিবহণ ঐক্য পরিষদের সভাপতি ফয়জনূর আহমেদ, সুনামগঞ্জ বাস মিনিবাস ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসীম উদ্দিন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আল আমীন, লেগুনা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক প্রমুখ।