• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাধবপুরে ইয়াবাসহ নারী আটক

AMZAD
প্রকাশিত ০৪ মার্চ, মঙ্গলবার, ২০২৫ ১৬:১৬:২৯
মাধবপুরে ইয়াবাসহ নারী আটক

হবিগঞ্জের মাধবপুরের সাহেবনগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)অভিযান চালিয়ে ৫ হাজার ৯শ ৫০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে। সোমবার সকালে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধীনস্থ মনতলা বিওপির সুবেদার কাজী শাহীন এর নেতৃত্বে উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাহেবনগর এলাকায় অভিযান উল্লেখিত পরিমান ইয়াবা সহ উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মালেক মিয়ার স্ত্রী রেহেনা বেগম(৪০) আটক করে।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ইয়াবাসহ আটক নারীকে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। মাদক নির্মূলে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।