
সিলেট শহরতলীর পীরেরবাজারের শাহ সুন্দর মাজার এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও মাদকদ্রব্যসহ চারজনকে আটক করেছে। শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় এই অভিযান পরিচালিত হয়। শাহপরান (রহ.) থানা পুলিশ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, অভিযানে পেন্সিডিল, দুই বোতল বিদেশি মদ, ১৮ পিস ইয়াবা, ছয় পিস শিশা, ২৫ গ্রাম সিলিকন, ক্যামেরা, ক্যামেরা স্ট্যান্ড, ভুয়া সাংবাদিক পরিচয়পত্র, চেকবই, মোবাইল, ল্যাপটপ, ছুরি, মাইক্রোফোন ও সেলফি স্ট্যান্ড উদ্ধার করা হয়।
এসময় মো. লিমন নামে এক ব্যক্তি ও তিন নারীকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় ঐ বাসার ভাড়াটিয়া, সাংবাদিক পরিচয়ধারী রাজন আহমদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ বিষয়ে শাহপরান (রহ.) থানার ডিউটি অফিসার এসআই তোতা মিয়া জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। তাদেরকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।