• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন

AMZAD
প্রকাশিত ০৮ মার্চ, শনিবার, ২০২৫ ১৫:৫৫:৫৮
সিলেটে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন

 

সিলেটে শনিবার (৮ মার্চ) নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যে সরকারি ও বেসরকারিভাবে দিবসটি পালন করা হয়।

নারী দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নারী সমাবেশ, শোভাযাত্রা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও নাটক প্রদর্শনের আয়োজন করা হয়।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরের জামান চৌধুরী, মহিলা আইনজীবী সমিতি ও সচেতন নাগরিক কমিটির আইনজীবী সৈয়দা শিরীন আক্তার, ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার রিপন চন্দ্র মন্ডল এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রওশন আরা মুকুল। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা এবং নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হচ্ছে। নারীদের আরও এগিয়ে নিতে তাদের অধিকার নিশ্চিত করতে হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, সরকার সমাজে নারীদের সমমর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে। বর্তমানে ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচার বিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্র বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শান্তিরক্ষা মিশনে নারীদের সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে।

আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উদ্যোগে অতিথিরা নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।