• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, আহত ২০

AMZAD
প্রকাশিত ১০ মার্চ, সোমবার, ২০২৫ ১২:২০:২৫
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, আহত ২০

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন ও সাইট দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জাফলং ইসিএভুক্ত এলাকার জিরো পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় কামাল হোসেন মেম্বার ও লাখের পার গ্রামের আব্দুল হেকিমের নেতৃত্বে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।

সংঘর্ষের খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন অভিযোগ করেন, হেকিম মিয়া ও মোহাম্মদপুরের সুমন শিকদারের নেতৃত্বে প্রায় ৫০ জন লোক প্রতিদিন ট্রাকে বালু-পাথর নিচ্ছেন। প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়, যেখানে তার পক্ষের ১৫-২০ জন আহত হন।

আহতরা গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ হয়ে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান, সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে পাথরের আঘাতে একজনের মাথা ফেটে গেছে। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিবেশ অধিদপ্তর মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।