• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুর সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, দুই সদস্য আহত

AMZAD
প্রকাশিত ১৬ মার্চ, রবিবার, ২০২৫ ১৫:২০:১৫
জৈন্তাপুর সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, দুই সদস্য আহত

 

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ধরতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা হামলার শিকার হয়েছেন। শনিবার (১৬ মার্চ) রাত ১০টার দিকে সীমান্তে ভারতীয় গরু প্রবেশ ঠেকানোর চেষ্টা করার সময় এ হামলার ঘটনা ঘটে, যেখানে দুই বিজিবি সদস্য আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ঘিলাতৈল, ফুলবাড়ী, তলাল, টিপরাখলা, করিমটিলা, কমলাবাড়ী, গোযাবাড়ী ও বাইরাখেল দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করানোর চেষ্টা করছিল চোরাকারবারিরা। বিজিবি সদস্যরা নজরদারি চালানোর সময় তাদের ওপর হামলা করা হয়। হামলায় বিজিবি সদস্য মো. হারুনুর রশিদ (৩৫) ও মো. জমশেদ হোসেন (২৯) গুরুতর আহত হন। চোরাকারবারিরা ইট-পাথর নিক্ষেপ ও ধস্তাধস্তির পর একটি গরু বাদে বাকিগুলো নিয়ে পালিয়ে যায়।

আহত বিজিবি সদস্যদের স্থানীয়দের সহায়তায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আহত বিজিবি সদস্যরা বর্তমানে সুস্থ আছেন। হামলায় জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।