• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

স্বাধীনতা দিবসে এবারও কুচকাওয়াজ হবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

AMZAD
প্রকাশিত ১৬ মার্চ, রবিবার, ২০২৫ ১৯:৫২:২৬
স্বাধীনতা দিবসে এবারও কুচকাওয়াজ হবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

এ বছরও স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ আয়োজন করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

রোববার দুপুরে ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, রমজান চলছে, ঈদের ছুটি পড়েছে একই সময়ে, ২৬ মার্চও সেই সময়ের মধ্যে পড়েছে। বৈঠকে ঝুঁকি কমানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গত বছর কুচকাওয়াজ হয়নি, এবারও হবে না। আমরা কোনো আনন্দ করার মেজাজে নেই।”

স্বাধীনতা দিবসে কোনো আইনশৃঙ্খলা বা নিরাপত্তা ঝুঁকি আছে কিনা—এ বিষয়ে প্রশ্নের জবাবে সচিব বলেন, আমি কোনো ঝুঁকি দেখছি না।”

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।এছাড়া, সভায় সিদ্ধান্ত হয়েছে যে ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ করতে হবে, যেন কোনো শ্রমিক অসন্তোষ সৃষ্টি না হয়। পাশাপাশি, পোশাক খাতের সংগঠনগুলো পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটির ঘোষণা দেবে বলে জানা গেছে।