
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে সাইদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ভোর রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাইদুল সৌদি প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।
পরিবার জানায়, মাত্র ছয় মাস আগে সাইদুল ইসলাম বিয়ে করেছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, ভোর রাতে ঝড়বৃষ্টির সময় সাইদুল বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে গেলে আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন।