• ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের নিন্দা জানালো বাংলাদেশ

AMZAD
প্রকাশিত ১৯ মার্চ, বুধবার, ২০২৫ ১৭:২৬:৩২
গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের নিন্দা জানালো বাংলাদেশ

 

গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক আগ্রাসন পুনরায় শুরু হওয়ায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই আগ্রাসনের ফলে শিশু ও নারীসহ বহু নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং ইতোমধ্যেই ভয়াবহ মানবিক সংকট আরও চরমে পৌঁছেছে। বাংলাদেশ সরকার মনে করে, এই সহিংসতা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন এবং পূর্ববর্তী যুদ্ধবিরতি চুক্তির প্রতি গুরুতর অবজ্ঞার প্রকাশ।

বুধবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলের দখলদার বাহিনীর অব্যাহত বিমান হামলার নিন্দা জানায়। এসব হামলা মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে এবং নিরপরাধ ফিলিস্তিনি জনগণের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশ ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে, সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের প্রতি আহ্বান জানায় যেন তারা যুদ্ধবিরতি নিশ্চিত করে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেয় এবং গাজার অবরুদ্ধ জনগণের কাছে মানবিক সহায়তা অব্যাহত রাখতে কার্যকর পদক্ষেপ নেয়।

ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, জাতিসংঘের প্রস্তাবনা এবং আন্তর্জাতিক আইনের নীতিমালার ভিত্তিতে ফিলিস্তিন সংকটের একটি টেকসই সমাধান নিশ্চিতে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।