• ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

৬ দফা দাবী আদায়ে সিলেট পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

AMZAD
প্রকাশিত ২০ মার্চ, বৃহস্পতিবার, ২০২৫ ১৫:২৫:২৫
৬ দফা দাবী আদায়ে সিলেট পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাস করা প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তির হাইকোর্টের নির্দেশনা বাতিলসহ ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের দ্রুত স্থানান্তরের দাবিতে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে মহানগরের বন্দর বাজার এলাকায় অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদের আশ্বাসের পর শিক্ষার্থীরা দিনের কর্মসূচি স্থগিত করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, চার বছর ডিপ্লোমা শেষ করার পর তারা দশম গ্রেডে চাকরি পান, অথচ ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাস করেও কেউ একই গ্রেডে চাকরি পাচ্ছেন, যা অযৌক্তিক। তাদের ৬ দফা দাবি আদায়ে তারা আন্দোলনে নেমেছেন।

তারা আরও জানান, দাবির বাস্তবায়নে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে সমাধান না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদ জানান, শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং যেহেতু এটি জেলা পর্যায়ে সমাধান সম্ভব নয়, সংশ্লিষ্ট অধিদপ্তরে তা পাঠানো হবে।