• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

AMZAD
প্রকাশিত ২১ মার্চ, শুক্রবার, ২০২৫ ১৪:৪৪:২৯
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই”—এই বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ করেছে।

শুক্রবার (২১ মার্চ) রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের হল এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে, যা টিএসসিতে গিয়ে শেষ হয়। মিছিলে তারা “আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই”, “সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”, “ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না”, “আওয়ামী লীগের গতিতে আগুন জ্বালো একসাথে”—সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে বৃত্তাকারে বসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন।

এর আগে, বৃহস্পতিবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কমফোর্ট ইরো’র সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। পূর্ব নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করা হবে।”

  • প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর নেট দুনিয়ায়ও আলোচনা তুঙ্গে ওঠে। ছাত্রশিবিরের ঢাবি শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে লেখেন, “আমাদের চোখের সামনে শহীদের লাশগুলো এখনও জীবন্ত। এত রক্ত, এত কোরবানির পরও যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, তাহলে জুলাইয়ের ছাত্রজনতা আবারও রাজপথ দখল করবে।”