
বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবালের জ্ঞান ফিরেছে এবং তিনি মায়ের সঙ্গে কথা বলেছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু এ তথ্য নিশ্চিত করেছেন।
তামিমের শারীরিক অবস্থা নিয়ে মোহামেডান ম্যানেজার ও সাবেক জাতীয় ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপন বলেন, “তামিমের যে অবস্থা হয়েছিল, সেখান থেকে ফেরার সম্ভাবনা খুব কম ছিল। তবে আল্লাহর অশেষ রহমত এবং ভক্ত-সমর্থকদের দোয়ায় তিনি অনেকটা উন্নতির পথে আছেন।”
এর আগে, সাভারের বিকেএসপি ৩ নম্বর মাঠে প্রিমিয়ার লিগে মোহামেডান ও শাইনপুকুরের ম্যাচ চলাকালীন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম। বুকে ব্যথা অনুভব করায় দ্রুত তাকে স্থানীয় কেপিজে হাসপাতালে নেওয়া হয়, যেখানে এনজিওগ্রামের মাধ্যমে তার হার্টে ব্লক থাকার বিষয়টি নিশ্চিত হয়।
অবস্থা সংকটাপন্ন হলে তাকে সিসিইউতে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। বর্তমানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ, সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনসহ সংশ্লিষ্টরা হাসপাতালে তার পাশে রয়েছেন।