• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

এক্সকেভেটর ও শ্যালোমেশিন ধ্বংস

জাফলংয়ে অবৈধ পাথর উত্তোলনে টাস্কফোর্সের অভিযান

AMZAD
প্রকাশিত ২৫ মার্চ, মঙ্গলবার, ২০২৫ ১৭:৪৫:০৮
<h6>এক্সকেভেটর ও শ্যালোমেশিন ধ্বংস</h6> <h4>জাফলংয়ে অবৈধ পাথর উত্তোলনে টাস্কফোর্সের অভিযান</h4>

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স। সোমবার (২৪ মার্চ) সকাল থেকে জাফলংয়ের জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম। এ সময় অবৈধভাবে পাহাড় ও ফসলি জমি কেটে পাথর উত্তোলনের দায়ে ৪টি এক্সকেভেটরসহ ২০টি শ্যালোমেশিন ধ্বংস করা হয় এবং একটি এক্সকেভেটর জব্দ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক বদরুল হুদা, পুলিশ ও র‍্যাবের সদস্যরা অংশ নেন। সাইদুল ইসলাম জানান, জাফলংয়ের ইসিএ জোনে অবৈধভাবে যন্ত্রদানব ব্যবহার করে পাথর তোলার খবর পেয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়। অভিযানে বাঁধ রক্ষার জন্য বল্লাঘাটসহ বিভিন্ন এলাকায় গভীর গর্তে পাথর উত্তোলন বন্ধ করে দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।