• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মিয়ানমার-থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প, বাংলাদেশেও সতর্কবার্তা

AMZAD
প্রকাশিত ২৯ মার্চ, শনিবার, ২০২৫ ১৬:১৫:১২
মিয়ানমার-থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প, বাংলাদেশেও সতর্কবার্তা

মিয়ানমার ও থাইল্যান্ডে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬৯৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে ভূমিকম্পগুলোর মাত্রা ছিল ৭.৭ এবং ৬.৪। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চল উচ্চ ভূমিকম্পঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এজন্য পূর্বপ্রস্তুতি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংস্থাটি ‘বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০’ অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ, পুরোনো ভবন সংস্কার, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার এবং গ্যাস, পানি ও বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করেছে।

এছাড়া জরুরি অবস্থার জন্য ভলান্টিয়ার প্রশিক্ষণ, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণ এবং নিয়মিত মহড়া পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের হটলাইন ১০২-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।