• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে ঈদের জামাত নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে নিহত ১

AMZAD
প্রকাশিত ২৯ মার্চ, শনিবার, ২০২৫ ১৬:১৯:০৬
হবিগঞ্জে ঈদের জামাত নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে নিহত ১

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামে ঈদের জামাত আদায়কে কেন্দ্র করে মতবিরোধের জেরে আব্দুল কাইয়ুম (৫০) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কাইয়ুম সদরঘাট দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও সদরঘাট দক্ষিণপাড়ার বেশিরভাগ বাসিন্দা সৈয়দ আলী ঈদগাহে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ঈদগাহের ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত জটিলতার কারণে পশ্চিমপাড়ার কিছু লোকজনের সঙ্গে মতবিরোধ দেখা দেয়।

শুক্রবার রাতে তারাবির নামাজের পর দুই পক্ষ বিষয়টি নিয়ে আলোচনা করতে মসজিদে জড়ো হন। আলোচনা শেষে বের হওয়ার সময় পশ্চিমপাড়ার কাজী সুন্দর আলীর ছেলে মোজাহিদ মিয়া, দক্ষিণপাড়ার আব্দুল কাইয়ুমকে ছুরিকাঘাত করেন। এতে কাইয়ুম গুরুতর আহত হন। দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নবীগঞ্জ থানা পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে যায়।

দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন বলেন, নিহত আব্দুল কাইয়ুম একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন।

নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন জানান, ঈদের জামাত নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, বিস্তারিত তদন্তের পর জানা যাবে।