• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে সালিশ বৈঠকে সংঘর্ষ, আহত ৪০

AMZAD
প্রকাশিত ০১ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ১৭:৪২:৩৫
হবিগঞ্জে সালিশ বৈঠকে সংঘর্ষ, আহত ৪০

সিলেট বিভাগের হবিগঞ্জের লাখাইয়ে সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার পূর্ব তেঘরিয়া দর্জি হাটিতে এ সংঘর্ষ ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক কারণে ঢাকায় বসবাসরত মজিদ মিয়া, ইকবাল মিয়া, হিরো মিয়া ও কামাল মিয়ার মধ্যে কয়েকদিন আগে মিরপুরে তুচ্ছ ঘটনায় হাতাহাতি হয়। ঈদের ছুটিতে এলাকায় ফিরে আসার পর আজ সকালে তাদের পক্ষের লোকজন নিয়ে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠক চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়, এতে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাখাই থানার ওসি বন্দে আলী জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।