• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটের সাবেক কাউন্সিলর ঢাকায় গ্রেপ্তার

AMZAD
প্রকাশিত ২৩ নভেম্বর, শনিবার, ২০২৪ ২৩:৫৬:৩৫
সিলেটের সাবেক কাউন্সিলর ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদকে (লায়েক) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সিলেট মহানগরের কোতোয়ালি থানার পুলিশ। আবুল কালাম আজাদ আওয়ামী লীগ নেতা হলেও বর্তমানে তাঁর কোনো পদ নেই।

পুলিশ জানায়, আবুল কালাম আজাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১৩টি মামলা আছে। জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে তাঁর বিরুদ্ধে এসব মামলা হয়।

জানতে চাইলে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, তাঁকে (লায়েক) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন। কাল রোববার তাঁকে আদালতে পাঠানো হবে।