
অন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের হঠাৎ সিলেট আগমন এবং আলোচিত ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসিরের মালিকানাধীন আল হারামাইন হাসপাতালে যাওয়া নিয়ে সিলেটজুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে স্ত্রীসহ ইউএস-বাংলার একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান নাহিদ ইসলাম। পরে সিলেট নগরের সোবহানিঘাট এলাকায় অবস্থিত আল হারামাইন হাসপাতালে যান তিনি। জানা গেছে, পায়ে আঘাত পাওয়ায় তিনি হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসা নিতে গিয়েছিলেন। আল হারামাইন হাসপাতালের জেনারেল ম্যানেজার পারভেজ আহমদ জানান, চিকিৎসা শেষে নাহিদ ইসলাম দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।
হাসপাতালে তার উপস্থিতির খবর শুক্রবার ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হয়। বিশেষ করে, মাহতাবুর রহমান নাসিরের প্রতিষ্ঠানে তার যাত্রা ঘিরে প্রশ্ন উঠেছে, যিনি এর আগেও বিদেশে কোটি কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের তদন্তের মুখোমুখি হয়েছেন।
হাসপাতাল থেকে বেরিয়ে নাহিদ ইসলাম সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন এবং শ্রীমঙ্গলের একটি রিসোর্টে রাতযাপন করেন। আজ শনিবার (৫ মার্চ) তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
সাবেক উপদেষ্টার এই আচমকা সফর ও বিতর্কিত ব্যবসায়ীর প্রতিষ্ঠানে যাওয়া—উভয় ঘটনা ঘিরেই স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।