• ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গাছ কেটে বিলবোর্ডে ঈদের শুভেচ্ছা

সিলেটে বিএনপি নেতার সদস্য পদ স্থগিত

AMZAD
প্রকাশিত ০৬ এপ্রিল, রবিবার, ২০২৫ ১৫:৪৬:৫৮
<h6>গাছ কেটে বিলবোর্ডে ঈদের শুভেচ্ছা</h6> <h4>সিলেটে বিএনপি নেতার সদস্য পদ স্থগিত</h4>

সিলেট নগরে গাছের ডাল কেটে বিলবোর্ডে ঈদ শুভেচ্ছা প্রচার করায় আলোচনায় আসা বিএনপি নেতা মো. আমির হোসেনের সদস্য পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি।

আমির হোসেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। তবে সম্প্রতি পনিটুলা ও মদিনা মার্কেট এলাকার মধ্যবর্তী সড়ক বিভাজনে স্থাপিত একটি বিলবোর্ডের সামনে থাকা গাছের সব ডাল কেটে ফেলার ঘটনায় তিনি সমালোচনার মুখে পড়েন।

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আমির হোসেন বিলবোর্ড থেকে ঈদের শুভেচ্ছা বার্তাটি সরিয়ে নেন। এরপর শনিবার (৫ এপ্রিল) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তার সদস্য পদসহ সব দলীয় পদ আগামী তিন মাসের জন্য স্থগিত করা হয়।

চিঠিতে বলা হয়, সিলেট নগরের বিভিন্ন স্থানে রোড ডিভাইডারে থাকা গাছ কেটে বিলবোর্ড বসানো হয়েছে, যা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। তাছাড়া আমির হোসেন দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এ ঘটনার পর সিলেট সিটি করপোরেশনের অনুমতি ছিল কি না—এ প্রশ্নে সংশ্লিষ্টরা সঠিক উত্তর না দিয়ে এড়িয়ে যান। ২৫ মার্চ রাতে গাছ কেটে ফেলার এই ঘটনা ও ২৮ মার্চ জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সিলেটজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।