• ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, টানা পাঁচদিন বৃষ্টির আভাস

AMZAD
প্রকাশিত ০৮ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ২২:১৬:১২
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, টানা পাঁচদিন বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে, যা নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে টানা পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানিয়েছেন, মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সুস্পষ্ট লঘুচাপটি সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে, তবে তার বেশি কিছু হওয়ার আশঙ্কা কম।

বুধবার ও বৃহস্পতিবার দেশের আটটি বিভাগ—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—এর কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার এ বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়বে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অধিকাংশ এলাকায় এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

তাপমাত্রা সম্পর্কেও কিছু পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার তাপমাত্রা খুব একটা পরিবর্তিত হবে না, তবে বৃহস্পতিবার থেকে সামান্য কমে আসবে। শুক্রবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

সিনপটিক পর্যবেক্ষণ অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, যা বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে এবং পরে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর বিস্তৃতি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়েছে।

এদিকে মঙ্গলবার ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী ও যশোরে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। তবে কিছু এলাকায় তা ইতোমধ্যে প্রশমিত হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে—৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, এবং ঢাকায় ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে থাকলে তা মৃদু তাপপ্রবাহ হিসেবে ধরা হয়, ৩৮ থেকে ৪০ ডিগ্রি মাঝারি, ৪০ থেকে ৪২ ডিগ্রি তীব্র, আর ৪২-এর বেশি হলে সেটিকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়।