• ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

দেশজুড়ে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১০ মামলায় গ্রেফতার ৭২

AMZAD
প্রকাশিত ০৯ এপ্রিল, বুধবার, ২০২৫ ১২:২৩:৫৬
দেশজুড়ে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১০ মামলায় গ্রেফতার ৭২

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। বুধবার (৯ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে পাঁচ জন, গাজীপুরে চার জন, নারায়ণগঞ্জে চার জন, কুমিল্লায় তিন জন এবং কক্সবাজারে চার জনকে গ্রেফতার করা হয়।

এসব ঘটনায় এখন পর্যন্ত মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।