• ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভারতে নানা মেয়াদে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১৪ বাংলাদেশি

AMZAD
প্রকাশিত ০৯ এপ্রিল, বুধবার, ২০২৫ ২০:৫৩:৩৩
ভারতে নানা মেয়াদে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১৪ বাংলাদেশি

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি)-এর উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের সূত্রে জানা যায়, ফিরিয়ে আনা ব্যক্তিরা বিভিন্ন সময় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতীয় বিএসএফ ও পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তারা ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে সাজা ভোগ করেন।

সাজা শেষে বাংলাদেশ সরকারের অনুরোধে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবি-বিএসএফের উপস্থিতিতে তাদেরকে তামাবিল ইমিগ্রেশনের মাধ্যমে দেশে ফেরত পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. শামীম মিয়া।

ফিরে আসা ব্যক্তিরা হলেন: উমর ফারুখ (২৬) – জামালপুর, হুমায়ুন কবির (২৬) – কুড়িগ্রাম, রাসেল মিয়া (২০) – শেরপুর, সুজন মোল্লা (৩৬) – ফরিদপুর, ইউসুফ মিয়া (২৩) – নরসিংদী, সাহেব আলী (২৩), মিজানুর রহমান (২৬), সোহেল রানা (২৫), আবু বক্কর (২৩), আব্দুল করিম (৪৫) – রাজশাহী, শামীম (৩৭), হাবিবুল্লাহ (৩৪) – নেত্রকোনা, নাজির আহমেদ (৪০) – নেত্রকোনা, বিপ্লব মিয়া (২২) – ময়মনসিংহ।

তাদের মধ্যে নারীসহ ৪ জনকে দেশে পাঠানো হয় এবং পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।