• ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইসরায়েলি হামলার প্রতিবাদে সিলেটে বিএনপির বিশাল র‍্যালি

AMZAD
প্রকাশিত ১০ এপ্রিল, বৃহস্পতিবার, ২০২৫ ১৯:২১:২৫
ইসরায়েলি হামলার প্রতিবাদে সিলেটে বিএনপির বিশাল র‍্যালি

ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সিলেট মহানগর বিএনপি এক শান্তিপূর্ণ র‍্যালির আয়োজন করে। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে সিলেট নগরীর কোর্টপয়েন্ট থেকে র‍্যালিটি শুরু হয়ে জিন্দাবাজার, চৌহাট্টা হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।

র‍্যালিকে কেন্দ্র করে বিকেল থেকেই কোর্টপয়েন্ট এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, প্রতিবাদী প্ল্যাকার্ড, আর মাথায় বাঁধা ছিল ফিতা। তারা ‘গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

বিএনপির নেতারা জানান, ফিলিস্তিনে শিশু ও নিরীহ মানুষের ওপর অব্যাহত হামলার প্রতিবাদ জানাতে এবং বিশ্ববাসীকে ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার করতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

র‍্যালিকে ঘিরে কোর্টপয়েন্ট, জিন্দাবাজার, আম্বরখানা ও আশপাশের এলাকায় ছিলো বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।