• ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে জাতীয় পার্টি নেতার বাসায় হামলা, আতঙ্কে পরিবার

AMZAD
প্রকাশিত ১২ এপ্রিল, শনিবার, ২০২৫ ০০:০৭:৫৭
সিলেটে জাতীয় পার্টি নেতার বাসায় হামলা, আতঙ্কে পরিবার

সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদের বাসায় হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপশহরের সি ব্লকে তার বাসায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই সময় অজ্ঞাত পরিচয়ের একদল ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাসায় হামলা চালায়। হামলার সময় বাসায় সাব্বির আহমেদ, তার স্ত্রী ও কন্যা উপস্থিত ছিলেন। হামলাকারীরা যুক্তরাজ্যপ্রবাসী ছেলেকে খোঁজে বাসার দরজায় ভাঙচুর চালায় এবং একটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

সাব্বির আহমেদ বলেন, “আমার ছেলে যুক্তরাজ্যে থাকে ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু আমি বুঝে উঠতে পারছি না কেন বা কারা আমার বাসায় হামলা করলো। এখন পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।”