• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে প্রথম ‘মোটর ফেস্ট’ অনুষ্ঠিত

AMZAD
প্রকাশিত ১২ এপ্রিল, শনিবার, ২০২৫ ০০:১৫:০২
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে প্রথম ‘মোটর ফেস্ট’ অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো আয়োজিত হলো ‘মোটর ফেস্ট’। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের খোলা মাঠে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজনে ছিল বিপুল উৎসাহ ও সাড়া।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই মোটর ফেস্টে সহায়তা করেছে কর্তৃপক্ষ। আয়োজনটি ছিল নানা ধরনের ভিন্টেজ ও আধুনিক গাড়ির প্রদর্শনী। দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ ছিল প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের ব্যবহৃত একটি গাড়ি। মোট ১৪৮টি গাড়ি প্রদর্শিত হয় এই ফেস্টে, যা দর্শনার্থীদের মুগ্ধ করে।

মোটর ফেস্টে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা।

আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা—জাহিন, অন্তর, রনি, আকিব, দিগন্ত, সাইফ, তানিম, আজহার, তুহেল, এমাদ, ইফাজ, শাকিলসহ অনেকে।

মোটর ফেস্টের টাইটেল স্পন্সর ছিল ‘জুপার মার্ট’। পাওয়ারড বাই স্পন্সর ছিল ‘এফসি হাট’, কো-পাওয়ারড বাই স্পন্সর ‘ফাহিম ইম্পোর্টস’। এছাড়াও স্পন্সর হিসেবে যুক্ত ছিল কেজে অটোস, মোটর ওয়ার্ল্ড, আলী অটোস, বাইক সল্যুশন, এমজে মোটরস, ডিজাইনোডেভ, মি. ব্লেন্ডার, চিত্রাচার, এমএনইএক্স, নারায়ণ ইলেকট্রনিক্স, লুক্বমা, ক্রাফটি লুপ, হোটেল গ্র্যান্ড জাফরান, পরীর কথা বাই উমাইজা প্রভৃতি।