• ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সোহরাওয়ার্দী উদ্যানে 'মার্চ ফর গাজা' :

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় গণজমায়েত

AMZAD
প্রকাশিত ১২ এপ্রিল, শনিবার, ২০২৫ ১৪:৩০:৪২
<h6>সোহরাওয়ার্দী উদ্যানে 'মার্চ ফর গাজা' :</h6> <h4>ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় গণজমায়েত</h4>

 

ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচি আজ শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সমবেত হতে শুরু করেছে হাজারো মানুষ।

রাজধানীর শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেতসহ বিভিন্ন দিক থেকে মিছিল এসে জড়ো হচ্ছে উদ্যানে। সকাল সাড়ে ১০টার মধ্যেই সারা দেশ থেকে কয়েক হাজার মানুষের ঢল নেমেছে সেখানে। অনেকের হাতে ছিল বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা, সাথে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড।

গাজায় চলমান ভয়াবহ ইসরায়েলি হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি সৃষ্টি করতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন। বিকেল ৩টা থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত চলবে এই কর্মসূচি।

আয়োজকদের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করছেন তারা। নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে সোচ্চার করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

এদিকে, কর্মসূচিকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এরইমধ্যে কর্মসূচি সফল করতে আয়োজকরা বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন এবং গতকাল শুক্রবার নেতৃস্থানীয় রাজনীতিবিদরা অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন।