• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ: ১৮ নারী-পুরুষ গ্রেফতার

AMZAD
প্রকাশিত ১৫ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ১৭:৪৯:৪৪
সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ: ১৮ নারী-পুরুষ গ্রেফতার

সিলেট নগরীতে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৫ জন নারী রয়েছেন।

পুলিশ জানায়, পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার একটি দল সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালায়। অভিযানকালে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: কাওসার হোসেন (২৮), মো. ফারুক (৪৫), মো. আলী (২৭), উজ্জল আহমদ (২৩), শুভ আহমেদ (২০), মারুফ খান (২০), আব্দুল মজিদ (৩৫), রিমন (২৪), মো. রাসেল (৩০), আল আমিন আহমদ (২৪), হাসেম (২৭), মতিউর রহমান (৩২), রাফি (২২), তিশা আক্তার (৩০), রুমা খাতুন (২২), কেয়া মনি (২৬), জান্নাতুল ফেরদৌস (২৬) ও নিলুফা (২৭)।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।