
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৪ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে মাধবপুর উপজেলার বাখরনখর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১টার দিকে মাধবপুর উপজেলার বাখরনখর নামক স্থানে ঢাকাগামী একটি ট্রাক (চট্ট মেট্রো ট ১১-৬৩৩১) এবং পিকআপের (ঢাকা মেট্রো ন- ১৯-৮৭৯১) মুখোমুখি সংঘর্ষে ২ জন পুরুষ এবং ২ জন নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুলাহ আল মামুন জানান, বাসার মালামালসহ পিকআপটিতে ১৬-১৭ জন যাত্রী ছিল। ট্রাক এবং পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।
লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।