• ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সারাদেশের ন্যায় সিলেটে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও সমাবেশ

AMZAD
প্রকাশিত ২০ এপ্রিল, রবিবার, ২০২৫ ১৫:৫৯:৩৪
সারাদেশের ন্যায় সিলেটে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও সমাবেশ

ছয় দফা দাবির পক্ষে দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশের আগে শিক্ষার্থীরা নগরীর কাজীরবাজার সংলগ্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি মিছিল বের করে শহীদ মিনারে এসে জমায়েত হন। এসময় তারা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। সমাবেশে অন্তত ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

আন্দোলনকারীরা জানান, এটি একটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ এবং তাদের মূল লক্ষ্য সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করা। যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এছাড়া, কুমিল্লায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি তোলেন তারা।

এর আগে শুক্রবার বিকেলে শিক্ষার্থীরা প্রতীকী কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করে আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের অভিযোগ, দাবিগুলো যৌক্তিক হলেও এখনো সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি।