• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

AMZAD
প্রকাশিত ২২ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ১৬:২৮:১৯
ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে নৌকা চালানোর সময় বজ্রপাতে একজন মারা গেছেন। নিহতের নাম জিলান মিয়া।

তিনি পেশায় নৌকা চালক। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। নিহত জিলান উপজেলার বাঘমারা পশ্চিম পাড়া এলাকার নাসিম মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান। তিনি জানান, প্রতিদিনের মত জিলান মিয়া নদীতে নৌকা চালাতে বের হোন। এসময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জিলান মিয়া মারা যান। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।