
কক্সবাজারে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে নিখোঁজ হওয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬ জন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফের রাজারছড়া পাহাড় থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
এর আগে নিখোঁজদের চারজন স্বজন কক্সবাজারের টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশের অভিযান শুরু হয় এবং পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের অপহরণ করে পাহাড়ে জিম্মি করে রাখা হয়েছিল। তবে অভিযানে কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুরে নিখোঁজদের একজন রশিদ আহমদ ফোন করে জানান, তাদের ট্রলারে করে ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি আর কিছু জানাননি। ফোনটি এসেছিল বিদেশি একটি নম্বর থেকে।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ছিলেন রশিদ আহমদ (২০), মারুফ আহমদ (১৮), শাহিন আহমদ (২১), এমাদ উদ্দিন (২২), খালেদ হাসান (১৯) ও আব্দুল জলিল (৫৫)। তারা সবাই সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের বাসিন্দা।
জানা যায়, ১৫ এপ্রিল বিকেলে তারা কাজের খোঁজে কক্সবাজারে রওনা দেন এবং ১৬ এপ্রিল পরিবারের সঙ্গে শেষবার যোগাযোগ করেন। এরপর থেকেই তাদের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল।
নিখোঁজদের অক্ষত অবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না। তবে এখনো পর্যন্ত কারা এই অপহরণের সঙ্গে জড়িত, সে বিষয়ে কিছু জানা যায়নি।