
সুনামগঞ্জের দিরাই পৌরসভার চন্ডিপুর গ্রামের পাশে বজ্রপাতে ইকবাল হোসেন (৩৫) নামের এক ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বরাম হাওরে কাজ শেষে ধান কাঁধে নিয়ে ফেরার পথে বজ্রপাতের শিকার হন তিনি।
ইকবাল ভোলা জেলার রসুলপুর উপজেলার মৃত সালাউদ্দিনের ছেলে। তিনি দিরাইয়ে ধান কাটার মৌসুমি শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন। স্থানীয়রা তাকে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত তালুকদার।
একইদিন বেলা ১১টার দিকে বরাম হাওরে পৃথক বজ্রপাতের ঘটনায় আরও তিনজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন দিরাই উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা হাবিবুর রহমান। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকি আহতরা হলেন ভাঙ্গাডহর গ্রামের ইসমাইল মিয়া (৫০) এবং কাদিরপুর গ্রামের পাপিয়া (১৮)। তারা বর্তমানে দিরাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সবাই হাওরে কৃষি কাজ করছিলেন বলে জানা গেছে।
দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, বজ্রপাতে একজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।