• ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

“ভারত যদি কোনো আগ্রাসন শুরু করে, তার উপযুক্ত জবাব আমরা দেবো”

AMZAD
প্রকাশিত ২৬ এপ্রিল, শনিবার, ২০২৫ ০০:৩১:১৩
“ভারত যদি কোনো আগ্রাসন শুরু করে, তার উপযুক্ত জবাব আমরা দেবো”

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান সম্পর্ক ফের উত্তপ্ত। দু’দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। এমন পরিস্থিতিতে কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যদি ভারত আক্রমণ করে, তবে নিশ্চিতভাবেই সর্বাত্মক যুদ্ধ হবে।”

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক হামলার ঘটনার পর ভারত-পাকিস্তান উত্তেজনা সর্বাত্মক যুদ্ধে পরিণত হতে পারে। আমাদের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। ভারত যদি কোনো আগ্রাসন শুরু করে, তার উপযুক্ত জবাব আমরা দেবো।”

তিনি আরও বলেন, “এই অঞ্চলে দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পূর্ণ মাত্রার সংঘাতের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চিন্তা করা উচিত।”

তবে আলোচনার পথ এখনো খোলা রয়েছে বলে আশার কথা শুনিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী। তার মতে, ‘পরিস্থিতি আলোচনার মাধ্যমে এখনো শান্তভাবে সমাধান সম্ভব।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন। ভারত এ হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ সেই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে।