• ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে ৫ কোটি লিটার পানি শোধনাগার প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

AMZAD
প্রকাশিত ২৬ এপ্রিল, শনিবার, ২০২৫ ০০:৩৪:০৫
সিলেটে ৫ কোটি লিটার পানি শোধনাগার প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

সিলেটের বাইশটিলা মৌজায় দৈনিক ৫ কোটি লিটার পানি উৎপাদন সক্ষমতা সম্পন্ন একটি পানি শোধনাগার প্ল্যান্ট স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে সিলেট সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদীর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং চীনা প্রতিষ্ঠান স্টিকোল কর্পোরেশন-এর পক্ষে সাউথ এশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট গং চেনগিং চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, স্টিকোল কর্পোরেশন নিজ অর্থায়নে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করবে।

সিলেট সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা রাফিন সরকার বলেন, “বর্তমানে আমরা পানির চাহিদার অর্ধেকও মেটাতে পারছি না। সিটি কর্পোরেশনের বাসিন্দাদের বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। তাই একটি বৃহৎ পানি শোধনাগার স্থাপন সময়ের দাবি।”

তিনি আশা প্রকাশ করেন, চীন ও বাংলাদেশ সরকারের যৌথ সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হবে।