• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

স্বৈরাচারী আদেশে পুলিশ জনরোষে পড়েছিলো : প্রধান উপদেষ্টা

AMZAD
প্রকাশিত ২৯ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ১৫:১৯:০৭
স্বৈরাচারী আদেশে পুলিশ জনরোষে পড়েছিলো : প্রধান উপদেষ্টা

অবৈধ ও স্বৈরাচারী আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা জনরোষের মুখে পড়েছেন—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে তিন দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “গত ১৫ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। এর ফলে অনেক সৎ ও দায়বদ্ধ পুলিশ সদস্যকে মূল্য দিতে হয়েছে।”

তিনি জোর দিয়ে বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য পুলিশের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে, নির্বাচনে পরাজিত পক্ষ যেন দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, সে দিকেও পুলিশকে সতর্ক থাকতে হবে।”

নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে পুলিশের আরও সক্রিয় ভূমিকাও প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “নারীরা যেন হয়রানির শিকার হলে পুলিশের হটলাইনে নিরাপদে ফোন করে সেবা নিতে পারেন, পুলিশ তা নিশ্চিত করবে।”

মানুষের মৌলিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একইসঙ্গে বাহিনীর ইতিবাচক উদ্যোগের প্রশংসাও করেন।

অনুষ্ঠানে জানানো হয়, গত বছরের ১১ জানুয়ারি থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের জন্য ৬২ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক’ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা নিজ হাতে ব্যাজ পরিয়ে দেন পুরস্কারপ্রাপ্তদের।

পুলিশ সপ্তাহ সাধারণত বছরের শুরুতে সাত দিনব্যাপী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলেও এবার তা তিন দিনেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

উল্লেখযোগ্য যে, গত বছরের জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষের ওপর পুলিশের গুলিবর্ষণ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এর ফলেই ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের সময় জনতার প্রতিরোধের মুখে পড়ে পুলিশ। বিভিন্ন থানায় হামলা, অগ্নিসংযোগ ও পুলিশের মৃত্যুর ঘটনা ঘটে, যা বাহিনীর মনোবলে বড় ধাক্কা দেয়।

বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে পুলিশ বাহিনীর মনোবল পুনরুদ্ধারে নানা উদ্যোগ নিচ্ছে।