• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

১ নম্বর সতর্ক সংকেত জারি

দেশের ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

AMZAD
প্রকাশিত ২৯ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ১৫:২৩:২৭
<h6>১ নম্বর সতর্ক সংকেত জারি</h6> <h4>দেশের ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা</h4>

সন্ধ্যার মধ্যেই দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, নওগাঁ, দিনাজপুর এবং বগুড়া অঞ্চলসহ আশপাশের এলাকাগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকাসহ বজ্রবৃষ্টি বা বিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে।

তবে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।