
সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলে আশাবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ফেইক কথা না বলে পরিষ্কারভাবে জানান, নির্বাচন কবে হবে—একটা রোডম্যাপ দিন।”
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি শেখ বাজারে এক গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে ফখরুল বলেন, “সরকারের প্রধান দায়িত্ব হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। আমরা সবাই মিলে অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দিয়েছি। তিনি একজন জ্ঞানী, নোবেল বিজয়ী, তবে রাজনীতিবিদ নন। গত ১৫ বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। এখন একটি সুযোগ তৈরি হয়েছে। দেশের স্বার্থে ও জনগণের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে নির্বাচন দেওয়া উচিত।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ দেশটাকে জাহান্নামে পরিণত করেছিল। তারা হামলা-মামলা, গুম, খুন, নির্যাতন চালিয়েছে এবং কোটি কোটি টাকা লুট করেছে। এই অবস্থায় দেশের মানুষ রক্ত দিয়ে হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে।”
গাজা পরিস্থিতির উদাহরণ দিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা আরেকটি গাজায় পরিণত হতে চাই না, যুদ্ধ দেখতে চাই না। হিউম্যানিটারিয়ান প্যাসেজ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসা উচিত ছিল সরকারের।”
তিনি জানান, গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “অনেক নির্যাতন, রক্তপাত হয়েছে। আসুন প্রতিহিংসা ভুলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।”
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।