• ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, সিটিডি’র তিন পুলিশ নিহত

AMZAD
প্রকাশিত ০১ মে, বৃহস্পতিবার, ২০২৫ ১৬:১৮:২১
পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, সিটিডি’র তিন পুলিশ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বান্নু অঞ্চলে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) তিন পুলিশ সদস্য শহীদ হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন। এই খবর নিশ্চিত করেছে ডন।

ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ এপ্রিল) রাতে, বান্নুর চশমির স্পিন টাঙ্গি এলাকায়। বান্নু রিজিওনাল পুলিশ অফিসার (আরপিও) সাজ্জাদ খানের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিহতরা হলেন সহকারী সাব-ইন্সপেক্টর বেনিয়ামিন খান, কনস্টেবল ইনাম খান ও মুসাওয়ার। আহত হয়েছেন কনস্টেবল ওয়াফিদ খান ও ইমরান।

পাল্টা গুলিতে পুলিশের হাতে দুজন সন্ত্রাসী নিহত এবং আরও দুজন আহত হয়েছে। তবে তাদের সঙ্গীরা মৃতদেহ ও আহতদের নিয়ে পালিয়ে যায় বলে জানানো হয়েছে।

ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র, গোলাবারুদ, আইইডি এবং হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। এসব সরঞ্জামের উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

সরকারি ভাষায় “খারিজি” নামে চিহ্নিত এই সন্ত্রাসীরা নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্য বলে ধারণা করা হচ্ছে। ২০২২ সালের নভেম্বরে যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার পর থেকে পাকিস্তানে বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে টিটিপির হামলা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

সম্প্রতি আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে পাকিস্তানি সেনাদের সঙ্গে আরেকটি সংঘর্ষে ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তারাও একই গোষ্ঠীর সদস্য বলে জানায় কর্তৃপক্ষ।