
সিলেট থেকে দেশের রাজনীতির ভুবনে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ স্বরাজ পার্টি’ (বিএসপি)। মঙ্গলবার (৬ মে) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএসপির সিলেট বিভাগের সভাপতি মাসুদুর রহমান চৌধুরী (মসুদ মিয়া)। তিনি বলেন, “বাংলাদেশ স্বরাজ পার্টি শুধুমাত্র নতুন একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আধুনিক, সময়োপযোগী ও নীতিভিত্তিক রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশ। বর্তমানে দেশের রাজনীতি পুরনো কাঠামোর জালে জড়িয়ে আছে এবং প্রচলিত দলগুলোর ব্যর্থতায় জাতি আজ দিকহীনতায় ভুগছে।”
তিনি আরও বলেন, “আমাদের দৃষ্টিভঙ্গি সুদূরপ্রসারী, লক্ষ্য একটি অনন্য বাংলাদেশ গঠন। বর্তমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতায় জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে একটি নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজন ছিল, সেই লক্ষ্যেই গঠিত হয়েছে বাংলাদেশ স্বরাজ পার্টি।”
দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক গিয়াস উদ্দিন আহমদ বলেন, “নতুন রাজনৈতিক আদর্শ এবং ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করতে আমরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।” তিনি দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে এই আন্দোলনে যুক্ত হয়ে উন্নত, ন্যায্য ও মানবিক বাংলাদেশ গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলার সভাপতি হারুন রাজা চৌধুরী, বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তোফায়েল আজম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র ধর, সহ-সাংগঠনিক সম্পাদক দুধু মিয়া, সদস্য বাবরু মিয়া, অশীল মিয়া, মো. বশির মিয়া, আরজু মিয়া, ফুরাই চন্দ্র দেবনাথ, সাজ্জাদ আলী, ফারুক মিয়া, মিনা বেগম চৌধুরী, মো. সানুর মিয়া, আনহার আলী প্রমুখ।