• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন বিএসএফের

AMZAD
প্রকাশিত ০৮ মে, বৃহস্পতিবার, ২০২৫ ১৫:১৮:১৫
কমলগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন বিএসএফের

মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে দিয়ে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। পরে বিজিবি তাদের আটক করে।

এদিকে বাংলাদেশে অনুপ্রবেশের জন্য অনেক লোক ভারতীয় সীমান্তে জড়ো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (৭ মে) দুপুরে স্থানীয় মানধবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ণ শীল এই পুশইনের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বুধবার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১৫ জনকে বিজিবি আটক করে। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। এর মধ্যে ৯ জন পুরুষ, তিন নারী ও তিন শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়।

তিনি আরও বলেন, ‘আটকরা জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘ পাঁচ বছর থেকে তারা ভারতের আসামে বসবাস করে আসছিলেন। হঠাৎ ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভাণ্ডারে নিয়ে বিএসএফের হাতে তুলে দেয়। তারা প্রায় তিন শতাধিক লোক ছিলেন। বিএসএফ তাদের কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে গেট খুলে পুশইন করলে তারা বাংলাদেশে প্রবেশ করেন। তবে অন্যদের কোন সীমান্তে নিয়ে গেছে তা তারা বলতে পারেননি।’

এ বিষয়ে ৪৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. জাকারিয়া বলেন, ‘আটকরা সবাই বাংলা ভাষায় কথা বলছেন। যাচাই-বাছাই করে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর মৌলভীবাজার জেলার সব সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’