• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত

AMZAD
প্রকাশিত ২৭ নভেম্বর, বুধবার, ২০২৪ ০৬:৩৬:৪২
হবিগঞ্জে ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পুকড়া এলাকায় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার টুপিয়া চানপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে আব্দুল কাদির (২৪) ও আব্দুল মজিদের ছেলে কাউছার আহমেদ (২২)।

স্থানীয়রা জানান, আব্দুল কাদির ও কাউছার টুপিয়া চানপুর থেকে হবিগঞ্জ জেলা সদরে আসছিলেন। পুকরা ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল কাদিরের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত কাউছারকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।