
আবাসন সংকট ও দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের দ্রুত বাস্তবায়নসহ চার দফা দাবিতে আন্দোলনে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবিগুলো আদায়ে তারা অনির্দিষ্টকালের জন্য গণঅনশনে যাওয়ার ঘোষণা দিয়েছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা শুক্রবার সকাল ১০টায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র পাশের কাকরাইল মসজিদ মোড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। সমাবেশ শেষে জুমার নামাজের পর থেকে অনির্দিষ্টকালের জন্য গণঅনশনে বসা হবে বলে জানিয়েছে তারা।
শিক্ষার্থীরা জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ করে আন্দোলন চালিয়ে যাবে।
গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি চালিয়ে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে কাকরাইল মসজিদের সামনে তারা সমবেত হয়, দাবির পক্ষে স্লোগান তোলে এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করে।
আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকও অনশনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।
শিক্ষার্থীরা বলছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবাসন না থাকায় বেশিরভাগ শিক্ষার্থীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই তারা বা তো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবাসনব্যবস্থা দাবি করছে, না হলে অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, বরাদ্দে বৈষম্য দূরীকরণ এবং আন্দোলনকারী শিক্ষার্থী-শিক্ষকদের ওপর পুলিশের হামলার বিচারের দাবিও তুলেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এ দাবিগুলো তুলে ধরলেও প্রশাসন তা আমলে নেয়নি। বরং সময়ক্ষেপণ ও অবহেলার কারণে তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।