• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

১১ মাসে ব্যাংক থেকে পৌন ২ লাখ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

AMZAD
প্রকাশিত ১৯ মে, সোমবার, ২০২৫ ১৬:১১:০৭
১১ মাসে ব্যাংক থেকে পৌন ২ লাখ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

চলতি অর্থবছরের সাড়ে ১১ মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ প্রায় পৌনে দুই লাখ কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে ৫৭ শতাংশ বেশি।

সরকারের অভ্যন্তরীণ ঋণ-সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চলতি অর্থবছরে এখন পর্যন্ত সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে ৫৬ হাজার ১১৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, গত ১২ মে পর্যন্ত তফসিলি ব্যাংক থেকে সরকারের বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৮৫ হাজার কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে এ ঋণের পরিমাণ ছিল ৬৮ হাজার ৭০৬ কোটি টাকা।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজস্ব আদায়ে ধীরগতি, বাজেট ঘাটতি মেটাতে ঋণ বৃদ্ধি এবং বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতে ধীরগতি ব্যাংকঋণ বাড়িয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তাসহ নানা কারণে এ হার বেড়েছে।