• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

এবার বেলুচিস্তানে স্কুলবাসে বোমা হামলা

AMZAD
প্রকাশিত ২২ মে, বৃহস্পতিবার, ২০২৫ ১৩:৫১:০২
এবার বেলুচিস্তানে স্কুলবাসে বোমা হামলা

পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার এলাকায় একটি স্কুল বাসে হামলার ঘটনায় পাকিস্তান ভারতের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ করার পর ভারত সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, খুজদারের ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ ভারত প্রত্যাখ্যান করছে।

পাকিস্তান তার নিজের অভ্যন্তরীণ সব সমস্যার জন্য ভারতেরকে দায়ী করতে অভ্যস্ত হয়ে উঠেছে- বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার খুজদারে স্কুল বাসে হামলার ঘটনায় চার শিশুসহ ছয় জন নিহত হয়। এছাড়া আরও ৪২টি শিশু আহত হয়।

ওই ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পাকিস্তান সেনাবাহিনী এর নিন্দা জানায়।

ভারতের সন্ত্রাসী নেটওয়ার্ক তাদের প্রক্সি সংগঠনগুলোর মাধ্যমে ওই হামলা চালিয়েছে- বলে পাকিস্তানের দিক থেকে অভিযোগ করা হয়েছিল।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ভারতের সন্ত্রাসী রাষ্ট্রীয় নকশা ও তাদের এজেন্টদের মাধ্যমে বেলুচিস্তানে পরিকল্পিতভাবে একটি স্কুলবাসকে লক্ষ্য করে এই কাপুরুষোচিত ও ঘৃণ্য হামলা চালানো হয়েছে।

আইএসপিআর আরও জানায়, বুনয়ানুম মারসুস অপারেশনে ব্যর্থ হয়ে, ভারত এখন সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে। শিশু ও নিরীহ নাগরিকদের মতো সহজ লক্ষ্যে হামলা চালিয়ে দেশজুড়ে ভয় ও বিশৃঙ্খলা ছড়ানোর অপচেষ্টা চলছে।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ভারত সরকার এভাবে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানবতা ও নৈতিকতার চরম লঙ্ঘন করছে। এই জঘন্য হামলার পরিকল্পনাকারী, সহযোগী ও বাস্তবায়নকারীদের চিহ্নিত করে কঠোর বিচার নিশ্চিত করা হবে এবং ভারতের মুখোশ আন্তর্জাতিক অঙ্গনে উন্মোচন করা হবে।