
সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিডিবি পয়েন্ট এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালক ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাধাগ্রস্ত হয়েছে পুলিশের পরিচালিত অভিযান।
বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টার দিকে ট্রাফিক বিভাগ অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে অভিযান চালালে কয়েকটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়। খবর ছড়িয়ে পড়লে মেডিকেল রোড, নবাব রোড, শামীমাবাদ ও বাগবাড়ি এলাকা থেকে শতাধিক রিকশাচালক জড়ো হয়ে অভিযানের প্রতিবাদে সড়ক অবরোধ করেন।
প্রায় ঘণ্টাখানেক চলা এ অবরোধে বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। এসময় এক সিএনজিচালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে পাল্টা প্রতিক্রিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যে। হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ট্রাফিক বিভাগ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছিল। তবে প্রতিবাদ ও সংঘর্ষের ঘটনায় অভিযান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।