• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চাইল এনসিপি

AMZAD
প্রকাশিত ২৪ মে, শনিবার, ২০২৫ ১৫:৫০:০৬
বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চাইল এনসিপি

চলমান অস্থিতিশীলতার মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিচার, সংস্কার ও নির্বাচন তিনটির রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২৪ মে) জরুরি সংবাদ সম্মেলনে তিনি এক আহ্বান জানান।

এসময় নাহিদ ইসলাম বলেন, এই অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে তাই তাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ হয়েছে। জুলাই অভ্যুত্থানের বিচার, তার আগের নানা অপকর্মের বিচার করে, সংস্কার করে নির্বাচনের পথে আগাতে হবে।

তাই আমরা মনে করি শুধু নির্বাচন নয়, বিচার ও সংস্কার প্রক্রিয়াকেও গুরুত্ব দিতে হবে।

আমাদের আহ্বান থাকবে, সকল পক্ষের সাথে আলোচনা করে একটি সমাধানের দিকে যাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই সনদ প্রদানের আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।

অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানিয়েছেন তিনি।

সেনাবাহিনীর উদ্দেশে বলেন, যেসকল সেনা কর্মকর্তার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে তাদের ক্ষেত্রে সেনাবাহিনীল অবস্থান স্পষ্ট করলে জনগণ তাদের ওপর আরও বেশি আস্থা অর্জন করবে।

নির্বাচন কমিশন নিয়ে বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও আস্থা হারিয়েছে, তারা যদি এটি পুনরুদ্ধার না করে তাহলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে না বলে মনে করে এনসিপি।

এছাড়া, দুই ছাত্র উপদেষ্টা সম্পর্কে বলেন, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম তারা কেউই জাতীয় নাগরিক পার্টির সাথে সংশ্লিষ্ট নয়।