• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে ইসকন নিষিদ্ধের দাবীতে তাওহিদী জনতার প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

AMZAD
প্রকাশিত ২৭ নভেম্বর, বুধবার, ২০২৪ ২১:৩৩:৫৬
জৈন্তাপুরে ইসকন নিষিদ্ধের দাবীতে তাওহিদী জনতার প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় ইসকন সংগঠন কে সন্ত্রাসী সংগটন বলে আখ্যায়িত করে অবিলম্বে এই সংগটন নিষিদ্ধ সহ শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার চেয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃঞ্চভাবনামৃত সংঘ ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃঞ্চ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী হামলা চালিয়ে মসজিদ ভাংচুরের পাশাপাশি এডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে নির্মমভাবে হত্যা করে।

এ ঘটনায় সারাদেশের ন্যায় জৈন্তাপুর উপজেলার তাওহিদী জনতা তীব্রভাবে ফুসে উঠে । বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার সর্বস্তরের তাওহিদী জনতার উদ্যোগে ঐতিহাসিক বটতলায় এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় । সমাবেশে সভাপতিত্ব করেন দারুল হাদিস জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল জব্বার (দাঃবা) ও নিজপাট আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল হামিদ (দাঃবা)।

এ সময় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তন ও ফ্যাসিবাদী সরকার পতনের পর জৈন্তাপুর সহ সারাদের তৌহিদী জনতা সংখ্যালঘুদের বাসাবাড়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিয়েছে। কিন্তু তার প্রতিদান হিসেবে এই সন্ত্রাসী সংগঠন ইসকন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে মসজিদে হামলা করেই ক্ষান্ত হয়নি বরং একজন নিরপরাধ আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে। যেখানে বর্তমানে দেশের তৌহিদী জনতা সম্প্রতির এক সমাজ গড়তে হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ ও বিভিন্ন সম্প্রদায়ের উপজাতিদের নিয়ে বাসবাসের উপযোগী একটি রাষ্ট্র বিনির্মানে কাজ করে যাচ্ছে, ঠিক সেই সময় কিছু আন্তর্জাতিক কুচক্রী মহলের ইন্ধনে ইসকন নামীয় এই সন্ত্রাসী সংগঠনটি মসজিদ ভাংচুর সহ হত্যাকান্ড চালিয়ে দেশকে অশান্ত করতে মরিয়া হয়ে উঠেছে। এ সময় বক্তারা অনতিবিলম্বে অন্তভর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রতি ইসকন নিষিদ্ধের পাশাপাশি আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবী জানান।

মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মুশতাক আহমদ ও মাওলানা নজরুল ইসলামের যৌথ পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা বশির আহমদ, মাওলানা আব্দুস শাকুর, মৌলভী শাকির আহমদ, মাষ্টার ইকবাল হুসাইন, মাওলানা রায়হান আহমদ, আল-আমিন ইমন, জসিম উদ্দিন, মাওলানা আলি আহমদ, আবদুল্লাহ রাজু, মাওলানা আব্দুল মুসাব্বির, মাওলানা দেলোয়ার হুসাইন জামিল, মাওলানা কবির আহমদ খান, মাওলানা মুশতাক আহমদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুর রাহমান প্রমুখ।

সমাবেশ শেষে জৈন্তাপুর ঐতিহাসিক বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট তামাবিল মহাসড়কের বাসষ্টেশন এলাকায় এসে শেষ হয়।