• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে ৩ জন আহত

AMZAD
প্রকাশিত ২৯ নভেম্বর, শুক্রবার, ২০২৪ ১৪:৪০:৪৯
সিলেটে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে ৩ জন আহত

নিজস্ব প্রতিবেদক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট মহানগরীর জল্লারপাড় এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট মহানগরীর জল্লার পাড় এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ভর্তি হয়েছে।

আহতরা হলেন কোতোয়ালি থানার জল্লারপাড় গ্রামের লালসা মিয়ার ছেলে বিএনপি সমর্থক মো. আশরাফ মিয়া, শাহপরান থানার নায়েব আলীর ছেলে বিএনপি সমর্থক সোয়েব আলি ও সদর থানার জল্লার পাড় এলাকার আফজাল বক্সের ছেলে আওয়ামী লীগের বিধান গ্রুপের সদস্য নিয়াজ বক্স।