• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

জাফলংয়ে পাহাড়ি রাস্তায় বাস উল্টে আহত ১০

AMZAD
প্রকাশিত ২৯ নভেম্বর, শুক্রবার, ২০২৪ ১৭:৪১:৪৩
জাফলংয়ে পাহাড়ি রাস্তায় বাস উল্টে আহত ১০

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী বাস উল্টে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে জাফলংয়ের বিজিবি ক্যাম্পের পাশের পাহাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, আজ সকালে সিলেট সিটি করপোরেশন নগর এক্সপ্রেসের একটি মিনি বাস ২৩ জন নিয়ে সিলেট ভাতালিয়া বড় বাড়ি থেকে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জাফলংয়ের উদ্দেশ্য পারিবারিক ভ্রমণে বের হয়। পরবর্তী সময় জাফলং বিজিবি ক্যাম্প পৌঁছালে গাড়ি পার্কিং করতে গিয়ে বাসটি উল্টে যায়।

বিষয়টি নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা যাত্রীরা। গাড়িতে থাকা কয়েকজন হালকা আঘাত পেয়েছেন। তাঁদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এই স্থানটি পাহাড়ি এলাকা। সে জন্য এখানে গাড়ি পার্কিং করার সময় চালকদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে।