• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

AMZAD
প্রকাশিত ০২ ডিসেম্বর, সোমবার, ২০২৪ ০০:৩৪:০১
সুনামগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী অভিযুক্ত সাইদী চৌধুরীকে আটক করেছে পুলিশ।

নিহত রাকিবা বিবি (২২) গৌরারং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. আছান নবীর মেয়ে এবং অভিযুক্ত স্বামী সাইদী চৌধুরী (২৩) একই ইউনিয়নের আহমদাবাদ গ্রামের আকলুস মিয়া চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল গড়িয়ে দুপুরে হলেও রাকিবা বিবি বসত ভিটার দরজা না খুললে আশেপাশের লোকজন তাকে ডাকতে শুরু করেন। একপর্যায়ে তার কোনো সারাশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করলে রাকিবাকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযান পরিচালনা করে নিহতের স্বামী অভিযুক্ত সাইদী চৌধুরীকে আটক করে পুলিশ।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, রাকিবা বিবি হত্যার ঘটনায় তার স্বামীকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবদ করলে সে ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছে।